ইয়েমেনে লাখ লাখ মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
https://parstoday.ir/bn/news/west_asia-i128694-ইয়েমেনে_লাখ_লাখ_মানুষের_অংশগ্রহণে_ঈদে_মিলাদুন্নবী_(সা.)_পালিত
ইয়েমেনের তাইজ শহরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র কুরআন ও সবুজ পতাকা হাতে নিয়ে বিশ্বনবী (সা.) ও তাঁর আহলে বাইতপ্রেমী মুসলমানরা সুইডেন-‌ডেনমার্কসহ প‌শ্চিমা দেশগু‌লো‌তে কুরআন অবমাননার প্রতিবাদ জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka

ইয়েমেনের তাইজ শহরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। পবিত্র কুরআন ও সবুজ পতাকা হাতে নিয়ে বিশ্বনবী (সা.) ও তাঁর আহলে বাইতপ্রেমী মুসলমানরা সুইডেন-‌ডেনমার্কসহ প‌শ্চিমা দেশগু‌লো‌তে কুরআন অবমাননার প্রতিবাদ জানান।

মহাসমা‌বে‌শে বক্তব্য রাখেন, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি। তিনি ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন বন্ধ ও অবৈধ অবরোধ প্রত্যাহারের দাবি জানান। এইসঙ্গে তিনি ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার সমালোচনা করেন এবং তেল আবিবের সঙ্গে সমর্থন স্থাপনকারী দেশগুলোর তীব্র সমালোচনা করেন।

নবীপ্রেমিক ইয়েমেনিরা প্রতিবছরই ঘটা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করে থাকেন।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮