ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা চুক্তি বাস্তবায়ন অপরিহার্য: জেনারেল মুসাভি
https://parstoday.ir/bn/news/world-i153312-ইরান_ও_ইরাকের_মধ্যে_নিরাপত্তা_চুক্তি_বাস্তবায়ন_অপরিহার্য_জেনারেল_মুসাভি
পার্সটুডে -ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-10-23T12:11:37+00:00 )
অক্টোবর ২৩, ২০২৫ ১২:১৫ Asia/Dhaka
  • ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা চুক্তি বাস্তবায়ন অপরিহার্য: জেনারেল মুসাভি

পার্সটুডে -ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

ইরাকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজির নেতৃত্বে একটি উচ্চপদস্থ ইরাকি প্রতিনিধিদল বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুল রহিম মুসাভির সাথে দেখা করে বৈঠক করেছেন। পার্সটুডে মেহেরের বরাত দিয়ে জানিয়েছে, মেজর জেনারেল মুসাভি ইরাক দখলে আমেরিকানদের অশুভ পরিকল্পনার কথা উল্লেখ করে এই বৈঠকে বলেছেন,  যদি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপর ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণ না ঘটত তাহলে সম্ভবত ইরাকি স্থান নিয়ন্ত্রণের মার্কিন উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট হত না। তিনি দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন।

নেতানিয়াহুর স্ত্রী ক্ষমা চেয়েছেন

ইসরায়েলি রেডিও ও টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু লিকুদ দলের মন্ত্রীদেরকে নেতানিয়াহুর ক্ষমা চেয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে লেখা একটি চিঠিতে স্বাক্ষর করতে বলেছেন। উল্লেখ্য, নেতানিয়াহু বেশ কয়েক বছর ধরে দুর্নীতি, ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে আছেন। নেতানিয়াহু গাজা যুদ্ধ দীর্ঘায়িত করা এবং লেবাননের উপর আক্রমণ তীব্র করা সহ যেকোনো উপায়ে এই শুনানি এড়াতে চেষ্টা করছেন।

রিয়াবকভ: ইরানের পারমাণবিক সমস্যা সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে পশ্চিমা দেশগুলোর স্বার্থপর আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখা উচিত।তিনি বলেছেন,  পশ্চিম এশিয়ার অন্যান্য সংকট সমাধানের মতো ইরানের পারমাণবিক সমস্যা সমাধান কেবল কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই সম্ভব এবং এর কোনো যুক্তিসঙ্গত বিকল্প নেই।

ট্রাম্পের কর্মক্ষমতায় অসন্তোষ বাড়ছেই

ব্রুকিংস ইনস্টিটিউশনের সহযোগিতায় পরিচালিত আমেরিকান ইনস্টিটিউট ফর রিলিজিয়ন অ্যান্ড সোসাইটির সর্বশেষ জরিপের ফলাফলে দেখা গেছে যে প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান বিশ্বাস করেন যে দেশ ভুল পথে এগোচ্ছে। ২০২৫ সালের ১৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫,৫৪৩ জন আমেরিকান প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত জরিপ অনুসারে, ৬২% উত্তরদাতা বলেছেন যে দেশ ভুল পথে এগোচ্ছে। এই অনুপাত ছিল ডেমোক্র্যাটদের মধ্যে ৯২%, স্বাধীনদের মধ্যে ৭১% এবং রিপাবলিকানদের মধ্যে ২৪%।

মাদুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার জন্য আমাদের কাছে ৫,০০০ রাশিয়ান ক্ষেপণাস্ত্র রয়েছে

উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জোর দিয়ে বলেন যে কারাকাসে "ইগলা-এস" নামক রাশিয়ান তৈরি স্বল্প-পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে ৫,০০০ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।#

 

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।