ইদলিবের সন্ত্রাসী ঘাঁটিতে সিরিয়ার বিমান হামলা
(last modified Wed, 04 Oct 2023 09:19:58 GMT )
অক্টোবর ০৪, ২০২৩ ১৫:১৯ Asia/Dhaka
  • ইদলিবের সন্ত্রাসী ঘাঁটিতে সিরিয়ার বিমান হামলা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিতে ধারাবাহিক বিমান হামলায় বিদেশি মদদপুষ্ট বহু তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে সন্ত্রাসীদের বেশ কয়েকজন কমান্ডার রয়েছে।

এছাড়া, বিমান হামলায় উগ্র সন্ত্রাসবাদীদের বহু গোলাবারুদের গুদাম ধ্বংস হয়েছে। গতকাল (মঙ্গলবার) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার সরকারি সেনাদের অবস্থান এবং সরকার নিয়ন্ত্রিত কয়েকটি শহরে সন্ত্রাসীদের হামলার জবাবে সিরিয়ার বিমানবাহিনী এই অভিযান চালালো।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আনসারুল তৌহিদ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ও গোলাবারুদের গুদামে এসব হামলা চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ধ্বংস হয়।  সানা নিশ্চিত করে বলেছে, বিমান হামলায় এই সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন উচ্চ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছে। এছাড়া, আলেপ্পো প্রদেশে সিরিয়ার সরকারি সেনারা সন্ত্রাসীদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। সিরিয়ার এই বিমান অভিযানের আগে রাশিয়া দামেস্ক সরকারকে সতর্ক করেছিল যে, তাকফিরি সন্ত্রাসীরা লাতাকিয়া, ইদলিব ও আলেপ্পো প্রদেশে হামলার পরিকল্পনা করছে।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ