সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের সেনারা
(last modified Tue, 17 Sep 2024 13:54:46 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৯:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের সেনারা

উগ্র সন্ত্রাসীদের ড্রোন পরিচালনা প্রশিক্ষণ দেয়ার জন্য ইউক্রেনের ২৫০ সেনা সদস্যের একটি দল সিরিয়া ইদলিব প্রদেশে তৎপর রয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সিরিয়ার একটি সূত্র স্পুৎনিককে বলেছে, "নিশ্চিত তথ্য রয়েছে যে, ইউক্রেনের প্রশিক্ষকরা এরইমধ্যে ইদলিবে পৌঁছেছে এবং তাদের সংখ্যা ২৫০। তাদেরকে ইদলিব শহর এবং জিসির আল-শুগুর অঞ্চলের বিভিন্ন ড্রোন উৎপাদন স্থাপনায় নিয়োগ করা হয়েছে।” সূত্র মতে, ইউক্রেনের প্রশিক্ষকরা হায়াত তাহরির আশ-শাম গোষ্ঠীর সন্ত্রাসীদের ড্রোন তৈরি ও আধুনিকীকরণের প্রশিক্ষণ দেবে।

সূত্রটি বলেছে, "সিরিয়ায় রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার জন্য ইউক্রেন এবং আমেরিকা চেষ্টা করছে। এর মধ্যদিয়ে তারা ইউক্রেন থেকে যুদ্ধ সিরিয়ায় স্থানান্তর করতে চায়।"

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক মাসেরও বেশি সময় আগে বেশ কয়েকজন ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সমন্বিত ও পরিকল্পিত হামলা চালানোর জন্য বেশ কয়েকবার ইদলিবে গিয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭

ট্যাগ