গাজার ওপর থেকে সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করতে হবে: আরব লীগ
(last modified Thu, 12 Oct 2023 11:47:43 GMT )
অক্টোবর ১২, ২০২৩ ১৭:৪৭ Asia/Dhaka
  • গাজার একাংশের অবস্থা
    গাজার একাংশের অবস্থা

পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি বন্ধ করে গাজার মানুষের ওপর যে নির্বিচার হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। আজ (বৃহস্পতিবার) আরব লীগের জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, গাজার ওপর সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করতে হবে।

আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে তারা গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সেখানে ত্রাণ সাহায্য পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে খাবার ও জ্বালানি পৌঁছে দেওয়ারও দাবি জানানো হয়। আরব লীগের বিবৃতিতে আরও বলা হয়, গাজার বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত দখলদার ইসরাইল নিয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও বৃষ্টির মতো বোমাবর্ষণে বিপর্যস্ত সেখানকার মজলুম মানুষ। ইতিমধ্যে প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় মানুষ গণহারে বাস্তুচ্যুত হচ্ছেন। বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ নিয়ে মোট ৩ লাখ ৩৮ হাজার ৯৩৪ জন গৃহহারা হলেন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ