অপরাধ করে অস্বীকার করা ইসরাইলের পুরনো অভ্যাস: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 19 Oct 2023 10:16:58 GMT )
অক্টোবর ১৯, ২০২৩ ১৬:১৬ Asia/Dhaka
  • আয়মান সাফাদি
    আয়মান সাফাদি

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজার আল আহলি আরাব হাসপাতালে মঙ্গলবার রাতের ইসরাইলি হামলা অবশ্যই যুদ্ধাপরাধ। মার্কিন টিভি চ্যানেল এনবিসি'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

হাসপাতালে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোই হামলা চালিয়েছে বলে ইসরাইল ও আমেরিকা যে মিথ্যাচার করছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলের এই দাবিকে কেউ বিশ্বাস করে না। তারা এর আগেও এ ধরণের মিথ্যাচার করেছে। তাদের এ ধরণের মিথ্যাচারে মানুষ অভ্যস্ত। তারা প্রথমে যেকোনো অপরাধের দোষ ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেয়, পরে আস্তে আস্তে নিজেদের দোষ স্বীকার করে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল হাসপাতালে হামলার কথা অস্বীকার করলেও আরব বিশ্বের সব মানুষ ইসরাইলকেই এ জন্য দায়ী বলে মনে করে। আরব বিশ্বের মানুষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ।

তিনি বলেন, ইসরাইলের দাবি তখনি কেবল মানুষ বিশ্বাস করতে পারে যদি তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চালানোর অনুমতি দেয় এবং তাতে প্রমাণিত হয় যে তারা এই হামলার পেছনে ছিল না।

গত মঙ্গলবার গাজার আল আহলি আরাব হাসপাতালে ইসরাইলে বোমা হামলায় পাঁচশ'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ঐ হামলার পর থেকে ইসরাইল অপপ্রচার চালাতে থাকে। তারা দাবি করতে থাকে, ফিলিস্তিনি সংগঠনগুলোই হাসপাতালে ঐ হামলা চালিয়েছে। এই দাবি ইসরাইলের সাম্প্রতিক হামলা ও তাদের সার্বিক চরিত্র সম্পর্কে অবহিত সব মানুষের কাছে অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে।#  

পার্সটুডে/এসএ১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ