পুরো আশকেলন শহর খালি করেছে ইসরাইল, প্রবেশ পথে সেনা মোতায়েন
(last modified Fri, 20 Oct 2023 08:27:10 GMT )
অক্টোবর ২০, ২০২৩ ১৪:২৭ Asia/Dhaka
  • পুরো আশকেলন শহর খালি করেছে ইসরাইল, প্রবেশ পথে সেনা মোতায়েন

ইহুদিবাদী ইসরাইলের পশ্চিমাঞ্চলীয় আশকেলন শহর থেকে প্রায় সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয়া হয়েছে। গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাস এবং ইসলামী জিহাদের লাগাতার রকেট হামলার কারণে ইসরাইল এই ব্যবস্থা নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমের প্রতিনিধি জানিয়েছেন, শহরের শতকরা ৮০ ভাগের বেশি ইহুদি বসতি স্থাপনকারীকে এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এ শহর এখন প্রায় পুরো ফাঁকা পড়ে রয়েছে এবং শহরের প্রবেশ পথে ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে অনলাইন ম্যাগাজিন ‘দ্যা ক্র্যাডেল’ এক্স পেইজে দেয়া এক পোস্টে দাবি করেছে, ইসরাইল আনুষ্ঠানিকভাবে আশকেলন শহরটি খালি করার সিদ্ধান্ত নিয়েছে। এ শহরে এক লাখ ৩৭ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস রয়েছে।

গত সাত অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি যোদ্ধারা এই শহরের ওপর রকেট হামলা চালিয়ে আসছে। যুদ্ধে এ পর্যন্ত ৩,৮৫৯ জন ফিলিস্তিনি শহীদ ও ১৪০০ ইহুদিবাদী নিহত হয়েছে। এছাড়া, হামাস এবং জিহাদ আন্দোলনের হাতে প্রায় আড়াইশ ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী বন্দী হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।