নুর-শামস শরণার্থী শিবির থেকে পিছু হটলো ইহুদিবাদী সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i129614
জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত তুলকারাম শহরের "নুর-শামস" শরণার্থী শিবির থেকে ইহুদিবাদী সৈন্যরা পিছু হটে গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২০, ২০২৩ ১৫:২৭ Asia/Dhaka
  • নুর-শামস শরণার্থী শিবির থেকে পিছু হটলো ইহুদিবাদী সেনারা

জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত তুলকারাম শহরের "নুর-শামস" শরণার্থী শিবির থেকে ইহুদিবাদী সৈন্যরা পিছু হটে গেছে।

ইসরাইলি সেনারা গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস ক্যাম্পে ব্যাপক হামলা চালায়। তাদের ড্রোন হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন আহত হয়। আলজাজিরা নেটওয়ার্ক জানিয়েছে ইসরাইলি সেনারা টানা ২৭ ঘণ্টা পাশবিক হামলা চালিয়ে নূর-শামস শরণার্থী শিবির ছেড়ে চলে গেছে।

ইসরাইলি সেনারা স্বীকার করেছে ওই অভিযানে তাদের ১ সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে আরও ১০ সেনা আহত হয়েছে। আহত সেনাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

আল-আকসা তুফান অভিযান ১৪ তম দিনে প্রবেশ করেছে। বর্বর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ওই অভিযানে প্রতিরোধ যোদ্ধাদের অনন্য বিজয় অর্জন অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে গাজার আবাসিক এলাকা, চিকিৎসা কেন্দ্র, মসজিদ এবং জন সমাবেশে উন্মাদের মতো বোমাবর্ষণ করে যাচ্ছে। গাজায় তাদের কাণ্ডজ্ঞানহীন বোমা হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৮৫৯ ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের অধিকাংশই শিশু, নারী এবং বৃদ্ধ।

সরকারি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী সেনাদের নির্বিচার বোমা হামলায় ১৩ হাজার ৫০০ ফিলিস্তিনি আহত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।