মানবিক কারণে মার্কিন দুই বন্দিকে মুক্তি দিল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i129656-মানবিক_কারণে_মার্কিন_দুই_বন্দিকে_মুক্তি_দিল_হামাস
ইহুদিবাদী ইnরাইলের অভ্যন্তরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় আটক করা মার্কিন দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারের মধ্যস্থতায় এই বন্দী মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২১, ২০২৩ ১২:০১ Asia/Dhaka

ইহুদিবাদী ইnরাইলের অভ্যন্তরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় আটক করা মার্কিন দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারের মধ্যস্থতায় এই বন্দী মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।

হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল (শুক্রবার) বলেছেন, একজন আমেরিকান মা ও তার মেয়েকে মুক্তি দেয়া হয়েছে যাতে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ফ্যাসিস্ট প্রশাসন হামাসের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মার্কিন জাতি এবং বিশ্ববাসীর সামনে ভুল প্রমাণ হয়।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অভিযান চালানোর পর আবু উবাইদা জানিয়েছিলেন, অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালনার সময় প্রতিরোধ যোদ্ধারা আড়াইশো ইসরাইলিকে বন্দী করে গাজায় নিয়ে গেছেন যার মধ্যে হামাসের হাতে রয়েছে ২০০ এবং অন্য প্রতিরোধ সংগঠনগুলোর কাছে রয়েছে ৫০ জন। এসব বন্দির মধ্যে ইসরাইলের সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী রয়েছে। এছাড়া কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। হামাস আগেই বলেছে, বিদেশি নাগরিকদের সুবিধামতো সময়ে মুক্তি দেয়া হবে।

এদিকে, রাজনৈতিক শাখার সদস্য গাজী হামাদ বলেছেন, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ মার্কিন দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে হামাস বিশ্ববাসীর কাছে এই কথা প্রমাণ করে দিতে চাই যে, তারা সন্ত্রাসী কোনো সংগঠন নয়। তিনি আরো জানিয়েছেন, হামাসের হাতে যেসব বন্দি রয়েছে তাদের সাথে যথেষ্ট মর্যাদা ও সম্মানজনক ব্যবহার করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।