অবশেষে গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাকবহর
ত্রাণ সরবরাহে স্থায়ী করিডর প্রতিষ্ঠার দাবি করল হামাস
-
অপেক্ষমান ট্রাক
গাজা ও মিশর সীমান্তের রাফাহ ক্রসিং পয়েন্ট কয়েক ঘণ্টার জন্য খুলে দেয়া হয়েছে। ফলে গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসন শুরুর পর এই প্রথম সেখানে অবরুদ্ধ গাজাবাসীর জন্য মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শর্তসাপেক্ষে এই ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হয়েছে। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, মিশর সীমান্তে অপেক্ষমান ট্রাক যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য মানবিক ত্রাণ নিয়ে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ঢুকতে শুরু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মিশর ও ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি নিরাপদে এসব ত্রাণ পৌঁছানোর জন্য কাজ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সামগ্রী। এসব চিকিৎসা সামগ্রী ব্যবহার করে যাতে গাজার অসুস্থ ও আহত লোকজনকে সুস্থ করে তোলা যায় সেজন্য গাজার ত্রাণকর্মীদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত কয়েকদিন ধরে তিন হাজার টন ত্রাণ নিয়ে ২০০ ট্রাক রাফাহ সীমান্তে অবস্থান করছিল। তবে এর মধ্যে মাত্র ২০টি ট্রাক প্রাথমিকভাবে গাজায় প্রবেশ করতে পেরেছে বলে মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-কাহেরা বার্তা সংস্থা জানিয়েছে।
এদিকে, গাজার গণমাধ্যম অফিসের প্রধান সালামা মারুফ ত্রাণবাহী ট্রাকের প্রবেশের কথা নিশ্চিত করেছেন তবে তিনি বলেছেন, এই সীমিত পরিমাণ ত্রাণ দিয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তিনি স্থায়ী করিডর খোলার ওপর গুরুত্বারোপ করেন।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।