যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বড় বিক্ষোভ 
(last modified Mon, 23 Oct 2023 10:26:56 GMT )
অক্টোবর ২৩, ২০২৩ ১৬:২৬ Asia/Dhaka
  • যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বড় বিক্ষোভ 

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের খবর অনুসারে, গতকাল (রোববার) শত শত মানুষ তেল আবিবের যুদ্ধ মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করে। এসব বিক্ষোভে অংশ নেয়া লোকজন হামাসের হাতে বন্দী থাকা ইহুদিদেরকে ফিরিয়ে আনার দাবি জানায়।

একইসাথে তারা যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। চলমান সংঘাত শুরুর পর থেকেই ধারণা করা হচ্ছিল- ইসরাইলের ভেতরে নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠবে।  

গত ৭ অক্টোবর হামাস ও জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধকামী সংগঠন ইসরাইলের ভেতরে ইতিহাসের সেরা ও সফল অভিযান চালায়। সে সময় প্রতিরোধ যোদ্ধারা আড়াইশ ব্যক্তিকে বন্দী করে নিয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু বিদেশী নাগরিকও রয়েছে। অবশ্য, এরইমধ্যে কয়েকজনকে মুক্তি দেয়া হয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ