'মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘদিনের ধ্বংসাত্মক মার্কিন নীতির ফল'
https://parstoday.ir/bn/news/west_asia-i129848-'মধ্যপ্রাচ্য_সংকট_দীর্ঘদিনের_ধ্বংসাত্মক_মার্কিন_নীতির_ফল'
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘদিনের ধ্বংসাত্মক মার্কিন নীতির ফলাফল। তিনি বলেন, মস্কো বছরের পর বছর পশ্চিম এশিয়ায় দিন দিন বেড়ে চলা উত্তেজনা সম্পর্কে সতর্ক করে এসেছে কিন্তু তাতে কর্ণপাত করেনি পশ্চিমারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৫, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka
  • গাজা
    গাজা

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘদিনের ধ্বংসাত্মক মার্কিন নীতির ফলাফল। তিনি বলেন, মস্কো বছরের পর বছর পশ্চিম এশিয়ায় দিন দিন বেড়ে চলা উত্তেজনা সম্পর্কে সতর্ক করে এসেছে কিন্তু তাতে কর্ণপাত করেনি পশ্চিমারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস আগ্রাসনের বিষয়ে নেবেনজিয়া গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্কের সময় এসব কথা বলেন। ইসরাইলের আগ্রাসনে গত ১৮ দিনে নারী ও শিশু-সহ হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 

রুশ রাষ্ট্রদূত বলেন, "এই অঞ্চলের দুঃখজনক ঘটনাগুলো ওয়াশিংটনের দীর্ঘদিনের ধ্বংসাত্মক ভূমিকা এবং পুরনো সংঘাত সমাধানের ক্ষেত্রে নাশকতার নীতি থেকে সৃষ্টি হয়েছে।"

নেবেনজিয়া বলেন, “মধ্যপ্রাচ্য সম্পর্কে আমাদের বিবৃতি দেখুন; আমরা, অন্য অনেকের সাথে, বেশ কয়েক বছর ধরে সতর্ক করে আসছি যে, সেখানকার উত্তেজনা বিস্ফোরিত হতে চলেছে। এখন এই বিস্ফোরণ ঘটেছে।” 

রুশ রাষ্ট্রদূত আরো বলেন, "বর্তমান সংকট আবারো প্রমাণ করেছে যে, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের রেজুলেশনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন-ইসরাইল বিরোধের ন্যায্য নিষ্পত্তি ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা একটি অপূরণীয় লক্ষ্য হয়েই থাকবে।"#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।