নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট
‘বিপর্যয়কর’ পরিণতির জন্য আমেরিকাকে সতর্ক করেছে সৌদি আরব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য স্থল হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব বলেছে, “এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হতে পারে।”
ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল নিউ ইয়র্ক টাইমসকে একথা বলেছেন। তিনি বলেন, গত সপ্তাহে রিয়াদে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক হয় এবং সেসময় তিনি সতর্ক করে বলেছেন, গাজায় ইসরাইলের আগ্রাসন বৃহত্তর অঞ্চলের জন্য "অত্যন্ত ক্ষতিকর" হবে।
বিন সালমান বলেন, "সৌদি নেতৃত্ব আশাবাদী যে, স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও প্রাণহানি ঠেকানোর জন্য স্থল অভিযান এড়ানো সম্ভব হবে।" সৌদি আরব সফরে যাওয়া মার্কিন প্রতিনিধিদলে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও ছিলেন। তিনি জানান, সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যে "একটি দীর্ঘ এবং গভীর সংঘাত" ঠেকাতে চেয়েছেন।
এর আগে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন বিন সালমান। সেসময় তিনি সরাসরি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে এমন পরিস্থিতি এড়ানো জরুরি। তিনি ফিলিস্তিনিদের "ন্যায্য অধিকার" নিশ্চিত করে এমন ন্যায্য ও ব্যাপকভিত্তিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া, গাজা উপত্যকার ওপর থেকে "অবরোধ" তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান তিনি।
গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকা শুরু থেকেই জোরালো সমর্থন দিয়ে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।