নভেম্বর ০৩, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • গাজার উপকণ্ঠে ইসরাইলি ট্যাংক বহর
    গাজার উপকণ্ঠে ইসরাইলি ট্যাংক বহর

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) হামাস যোদ্ধাদের মর্টারের গোলার আঘাতে ইসরাইলি ওই সেনা কমান্ডার নিহত হন। এ সময় ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের হিট-অ্যান্ড-রান আক্রমণের মুখে পড়ে। হামলার জন্য হামাস যোদ্ধারা গাজার টানেল ব্যবহার করেছে। 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় গাজার উপকণ্ঠে একটি সাঁজোয়া ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা নিহত হয়েছেন। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দুই দিনের ভারী লড়াইয়ে এ পর্যন্ত ইসরাইলের ১৮ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার থেকে ইসরাইল স্থল আগ্রাসন চালানোর চেষ্টা করছে এবং দুদিনের লড়াইয়ে নিহত সেনাদের মধ্যে সালমান হাবাকাই সবচেয়ে সিনিয়র ইসরাইলি কমান্ডার। 

হামাস এবং তার সহযোগী ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা টানেল থেকে ট্যাঙ্কে হামলার জন্য বের হয় এবং হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, গতকাল ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গেরিলা-স্টাইলের অভিযান চালায়। 

ইসরাইলি সেনারা প্রায় চার সপ্তাহ ধরে গাজা শহরের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা স্থল অভিযানের জন্য গাজার উপকণ্ঠে বহুসংখ্যক ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত রয়েছে। গত কয়েকদিন ধরে ইসরাইলি সেনারা স্থল অভিযানের চেষ্টা চালালেও তাতে তারা সফল হতে পারেনি।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, "ইসরাইল গাজা উপত্যকায় সারারাত বোমা হামলা বন্ধ করেনি এবং ঘরবাড়িগুলোর কম্পন কখনই থামেনি। কিন্তু সকালে আমরা দেখি যে, ইসরাইলি বাহিনী এখনো শহরের বাইরে এবং এর অর্থ হচ্ছে ধারণার চেয়ে ইসরাইল শক্ত প্রতিরোধ মুখে পড়েছে।” 

এদিকে, মিশর সীমান্তে একটি ‘ঘটনায়’ একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ