নভেম্বর ০৩, ২০২৩ ১৫:১৮ Asia/Dhaka
  • আবু উবাইদা
    আবু উবাইদা

ফিলিস্তিনের ইসলামি প্রতিবেদ আন্দোলন হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা তেল আবিবের জন্য অভিশাপে পরিণত করা হবে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল (বৃহস্পতিবার) এক অডিও বার্তায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন তেল আবিবের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। ইসরাইলের ইতিহাসে গাজা অভিশাপ বলে চিহ্নিত হবে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, আরো বহু ক্ষয়ক্ষতি দেখার জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে হবে, গাজা অভিযান চালাতে আসা আরো ইসরাইলি সেনাদেরকে কফিনে ভরে পাঠানো হবে।”

গত মঙ্গলবার থেকে ইসরাইলের সামরিক বাহিনী গাজায় স্থল অভিযান চালানোর চেষ্টা করছে। তবে তাদের সেসব প্রচেষ্টাকে শক্তভাবে রুখে দিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় এ পর্যন্ত ইসরাইলের অন্তত ২৩ সেনা নিহত ও ছয়টি ট্যাংকসহ দশটি সামরিক ধ্বংস হয়েছে। নিহত সেনার মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ