বাইডেনের কঠোর সমালোচনা করলেন ডেমোক্রেট কংগ্রেসওম্যান রাশিদা তালিব
https://parstoday.ir/bn/news/west_asia-i130326-বাইডেনের_কঠোর_সমালোচনা_করলেন_ডেমোক্রেট_কংগ্রেসওম্যান_রাশিদা_তালিব
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী যে বর্বর নৃশংসতা এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট্রিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৫, ২০২৩ ১৪:০৬ Asia/Dhaka
  • রাশিদা তালিব
    রাশিদা তালিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী যে বর্বর নৃশংসতা এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট্রিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক ভিডিও বার্তায় রাশিদা তালিব প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে বলেন, ইসরাইলের প্রতি বাইডেন যে সমর্থন দিচ্ছেন জনগণ তা আগামী নির্বাচনের সময় স্মরণে রাখবে।তিনি বলেন, "মিস্টার প্রেসিডেন্ট আমেরিকার জনগণ আপনার সঙ্গে নেই। আমরা ২০২৪ সালের নির্বাচনে আপনার এই সমর্থনের কথা স্মরণ করব।"

রাশিদা তালিব আরো বলেন, "ফিলিস্তিনি জনগণের ওপর যে গণহত্যা চলছে তাতে সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। আপনি এখন যুদ্ধবিরতির প্রতি অন্তত সমর্থন দিন। ২০২৪ সালের নির্বাচনের সময় জনগণ  বিষয়টিকে মনে রাখবে।"

গত ৭ই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার অবরুদ্ধ জনগণের ওপর নির্বিচার বোমা হামলা চালাচ্ছে এবং এ পর্যন্ত অন্তত সাড়ে নয় হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে যার মধ্যে ৩৯০০ শিশু এবং আড়াই হাজার নারী রয়েছেন। ইসরাইলের এই বর্বরতার প্রতি আমেরিকা সরাসরি সমর্থন দিয়ে আসছে।

তবে প্রেসিডেন্টের অনুসৃত নীতির বিরুদ্ধে আমেরিকার যে সমস্ত কংগ্রেসম্যান কথা বলছেন তার মধ্যে রাশিদা তালিব অন্যতম। তিনি একমাত্র আইন প্রণেতা যিনি ফিলিস্তিনি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক।#

পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন