হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য ‘কোনোদিন অর্জিত হবে না’: শাতাইয়্যা
(last modified Fri, 10 Nov 2023 08:25:29 GMT )
নভেম্বর ১০, ২০২৩ ১৪:২৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ শাতাইয়্যা
    মোহাম্মাদ শাতাইয়্যা

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়্যা বলেছেন, হামাসকে নিশ্চিহ্ন করার ইসরাইলি লক্ষ্য ‘কোনোদিন অর্জিত হবে না’। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এটি নিছক কোনো সামরিক সংগঠন নয় বরং ‘এটি একটি চিন্তাধারা’ যা ফিলিস্তিনি জনগণের রক্তে প্রবাহমান রয়েছে।

তিনি গতকাল (বৃহস্পতিবার) প্যারিসে ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ সত্য তুলে ধরেন।  মোহাম্মাদ শাতাইয়্যা ‘সকল ফিলিস্তিনির বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন।  একইসঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধ করার জন্য ইসরাইল ও হামাস উভয়কে অভিযুক্ত করেন।

মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী বলেন, “ইসরাইলিরা প্রতিশোধ গ্রহণের নেশায় মত্ত রয়েছে বলে তারা যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে না।” তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেন, এজন্য ইসরাইলের ওপর ব্যাপক আন্তর্জাতক চাপ সৃষ্টি করতে হবে। ফিলিস্তিনের চলমান সংকট নিরসনের জন্য তিনি ফিলিস্তিনি জনগণের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

প্যারিস সফররত শাতাইয়্যা এমন সময় এসব কথা বললেন যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। গত ৭ অক্টোবর থেকে গাজার আবাসিক ঘরবাড়ি ও সরকারি স্থাপনার ওপর ইসরাইলের অবিরাম বোমাবর্ষণে এই উপত্যকা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এছাড়া, তিনি এমন সময় ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন যখন মানবতার এই শত্রুর পক্ষে বিশ্বমোড়ল আমেরিকা অবস্থান নিয়েছে। মার্কিন সরকার তার অস্ত্র ভাণ্ডার তেল আবিবের জন্য খুলে দিয়েছে এবং নিরবচ্ছিন্নভাবে বিমান ভর্তি করে সমরাস্ত্র ইসরাইলে পাঠাচ্ছে। গাজার নিরপরাধ মানুষের উপর নিক্ষেপ করার জন্য এক টন ওজনের শত শত বোমা ইসরাইলে পাঠানো হচ্ছে বলে মার্কিন গণমাধ্যমগুলো খবর দিয়েছে। 

মাহমুদ আব্বাসর নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বাশাসন কর্তৃপক্ষ জর্দান নদীর পশ্চিম তীর শাসন করছে; যদিও সেখানে যেকোনো অজুহাতে যেকোনো সময় ইহুদিবাদী ইসরাইলি সেনারা অনুপ্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অন্যদিকে বিচ্ছিন্ন গাজা উপত্যকার নিয়ন্ত্রণ রয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে। গাজা উপত্যকা অবরুদ্ধ থাকলেও সেখানে চলমান যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরাইলি সেনাদের কোনো প্রবেশাধিকার ছিল না। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ