ইসরাইলি সমস্ত জাহাজে হামলার বিষয়ে আবার হুমকি দিল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i130998-ইসরাইলি_সমস্ত_জাহাজে_হামলার_বিষয়ে_আবার_হুমকি_দিল_ইয়েমেন
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ঘোষণা করেছেন, ইসরাইলি কোম্পানির মালিকানাধীন বা ইসরাইল পরিচালিত অথবা ইসরাইলের পতাকাবাহী সমস্ত জাহাজকে টার্গেট করবে তার দেশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২৩ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলি সমস্ত জাহাজে হামলার বিষয়ে আবার হুমকি দিল ইয়েমেন

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ঘোষণা করেছেন, ইসরাইলি কোম্পানির মালিকানাধীন বা ইসরাইল পরিচালিত অথবা ইসরাইলের পতাকাবাহী সমস্ত জাহাজকে টার্গেট করবে তার দেশ।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দেয়ার অংশ হিসেবে ইয়েমেন এই ঘোষণা দিল। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে ইসরাইলি যেকোন জাহাজে কর্মরত ক্রুদের প্রত্যাহার করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন সামরিক কর্মকর্তা লেবাননের আরবি ভাষার টেলিভিশন নিউজ নেটওয়ার্ক আল-মায়াদিনকে বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অথবা ইসরাইলি কর্মকর্তারা ধারণা করতে পারে না এমন কোনো স্থানে ইসরাইলের যেকোন জাহাজকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত। এর একদিন পর ইয়াহিয়া সারিয়ি এই ঘোষণা দিলেন। 

গত ৯ নভেম্বর, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরাইলের বিভিন্ন স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। ওই হামলার বিষয়ে জেনারেল সারিয়ি জানিয়েছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা সফল হয়েছে এবং সরাসরি হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেছিলেন, গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।