ইহুদিবাদী বাহিনীর হামলায় অকার্যকর হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর
https://parstoday.ir/bn/news/west_asia-i131346-ইহুদিবাদী_বাহিনীর_হামলায়_অকার্যকর_হয়ে_গেছে_দামেস্ক_বিমানবন্দর
ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে ফ্লাইট উঠানামা করানো সম্ভব হচ্ছে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৭, ২০২৩ ১৪:২০ Asia/Dhaka
  • সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর।
    সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর।

ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে ফ্লাইট উঠানামা করানো সম্ভব হচ্ছে না।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বিমানবন্দরের আসা সমস্ত বিমানকে আলেপ্পো এবং লাতাকিয়া বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হচ্ছে।

গত মাসে দামেস্ক বিমানবন্দরে একই ধরনের হামলা চালিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। তাতে বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি ঠিক করে বিমানবন্দরটি চালু করার কয়েক ঘন্টার মধ্যেই ইসরাইল সেখানে নতুন করে হামলা চালায়।

গত ২২ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায়। এতে দুটি বিমানবন্দরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর আগে ১২ অক্টোবর দুই বিমানবন্দরে এবং ১৪ অক্টোবর আবারো আলেপ্পে বিমানবন্দরে ইসরাইল হামলা চালায়।

এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ছোঁড়া হয়েছে বলে সিরিয়ার সামরিক বাহিনী জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।