ইয়েমেনে গাজার সমর্থনে বিশাল মিছিল; 'গণহত্যার প্রতিবাদে জাহাজে হামলা চলবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i132132-ইয়েমেনে_গাজার_সমর্থনে_বিশাল_মিছিল_'গণহত্যার_প্রতিবাদে_জাহাজে_হামলা_চলবে'
ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আজও বিশাল মিছিল করেছে ইয়েমেনি জনগণ। আজকের মিছিল-সমাবেশ থেকে তারা ইসরাইল অভিমুখী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৮:১৪ Asia/Dhaka
  • ইয়েমেনে আজকের বিক্ষোভ
    ইয়েমেনে আজকের বিক্ষোভ

ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আজও বিশাল মিছিল করেছে ইয়েমেনি জনগণ। আজকের মিছিল-সমাবেশ থেকে তারা ইসরাইল অভিমুখী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন।

সা'দা প্রদেশের জনগণ মিছিল সমাবেশ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি জুলুমের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত তারা সোচ্চার থাকবেন।

তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের আর কোনো দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল অভিমুখী জাহাজে হামলা ও সেগুলোকে আটক করার যে ঘোষণা সেনাবাহিনী দিয়েছে তা এড়িয়ে গেলে শত্রুরা বিপদে পড়বে। এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ইয়েমেনিরা।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরিমধ্যে লোহিত সাগরে ইসরাইল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরাইলের অন্তত একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেনি সেনাবাহিনী।#

পার্সটুডে/এসেএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।