গাজা আগ্রাসনের প্রতিবাদ
মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে আবার ড্রোন হামলা
-
আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদল
ইরাকে মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আইন আল-আসাদ ঘাঁটিতে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী সংগঠন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দেয়ার প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে সর্বশেষ এই হামলা হলো।
ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, গাজায় যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চলছে এবং যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তাতে মার্কিন সরকার সহযোগিতা করছে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে আইন আল-আসাদ ঘাঁটিতে ড্রোন হামলা হয় তবে এতে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে প্রায় ৭০টি হামলা হয়েছে। এসব হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো।
গতকাল দিনের প্রথম ভাগে সিরিয়ার দেইর আজ -জাওয়ার প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়। এছাড়া, গতকাল সকালের দিকে সিরিয়ার আত-তানফ এলাকার মার্কিন সামরিক ঘাটিতে হামলা হয়। এর প্রত্যেকটি হামলার দায় স্বীকার করেছে প্রতিরোধ অক্ষের যোদ্ধারা।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।