সিরিয়ায় আবারও ইসরাইলি হামলা; কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i132244-সিরিয়ায়_আবারও_ইসরাইলি_হামলা_কয়েকটি_ক্ষেপণাস্ত্র_আকাশেই_ধ্বংস
সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরাইলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • সিরিয়ায় আবারও ইসরাইলি হামলা; কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরাইলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

আজ (সোমবার) সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'গতরাত স্থানীয় সময় ১০টা পাঁচ মিনিটে কয়েকটি ইসরাইলি জঙ্গি বিমান গোলান এলাকা থেকে রাজধানী দামেস্কের আশেপাশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি আকাশেই ধ্বংস হয়েছে।' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

সিরিয়ার গোলান এলাকার একটা অংশ ইসরাইল এখনও দখল করে রেখেছে। 

সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র দামেস্কের উত্তর-পূর্বের দিমাস এলাকায় আঘাত হেনেছে। এর ফলে দুই সিরিয় সৈন্য আহত হয়েছে। দিমাস এলাকার একটি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই বিমান বন্দরটি সেনাবাহিনী প্রশিক্ষণ কাজে ব্যবহার করে আসছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের ভাই ব্রিগেডিয়ার জেনারেল মাহির আসাদের নেতৃত্বাধীন চতুর্থ ডিভিশন দিমাস এলাকায় মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।