'গাজায় চলমান গণহত্যায় মূল মদদদাতা আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স'
(last modified Fri, 22 Dec 2023 12:20:54 GMT )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মুসলিম বিশ্বের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ফিলিস্তিন। গাজাসহ সর্বত্র ইসলামি প্রতিরোধ ফ্রন্টই বিজয় লাভ করবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

কাজেম সিদ্দিকি আরও বলেন, বিশ্বের সব মুসলমানের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনকে দখলমুক্ত করা। গাজা তথা ফিলিস্তিনে যে আগ্রাসন ও গণহত্যা চলছে তার পেছনে মূল মদদদাতা হচ্ছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ পশ্চিমা বিশ্ব।

তেহরানের জুমার খতিব বলেন, পশ্চিমারা সব সময় হত্যা-নির্যাতন, সামরিক অভ্যুত্থান ও যুদ্ধের নেশায় ডুবে থাকে। পশ্চিমারা বিশেষকরে ইহুদিবাদীরা এখন গাজায় বেসামরিক মানুষদের হত্যা করছে, সেখানে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। কিন্তু তারা একটি সামরিক সংগঠনের সঙ্গেই পেরে উঠছে না। 

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি বলেন, গাজায় চলমান গণহত্যায় আমেরিকাসহ পশ্চিমা শাসক গোষ্ঠী পুরোপুরি জড়িত। এ কারণে পশ্চিমা শাসক গোষ্ঠী দেশের ভেতরে ও বাইরে এখন ঘৃণিত। তারা এখন দেশের মানুষকে নিজের মতামত প্রকাশ করতে দিচ্ছে না। তিনি আরও বলেন, আমেরিকার মানুষও জেগে উঠেছে। কিন্তু বাক স্বাধীনতার দাবিদার আমেরিকার শাসনযন্ত্র দেশের মানুষকে, দেশের শিক্ষিত সমাজকে মত প্রকাশে বাধা দিয়ে যাচ্ছে।

এ সময় তিনি গাজার সমর্থনে ইয়েমেনের প্রতিরোধ সংগ্রামীদের সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।# 

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ