গাজায় আবারও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i132578-গাজায়_আবারও_ইহুদিবাদীদের_ভুল_হামলায়_নিজেদের_২_সেনা_নিহত
ভুল হামলায় নিজেদের আরও ২ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৩ ১৫:৩৬ Asia/Dhaka
  • গাজায় আবারও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের ২ সেনা নিহত

ভুল হামলায় নিজেদের আরও ২ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ভবন লক্ষ্য করে ভুল হামলা চালালে তাদের ওই ২ সেনা নিহত হয়।

ইসরাইলি সেনা রেডিও জানিয়েছে, গত মাসে ইসরাইলি সেনারা গাজার একটি বাড়িতে ট্যাংকের সাহায্যে হামলা চালায়। পরে জানা যায় ওই ভবনে ইসরাইলেরই একটি ব্রিগেড অবস্থান করছিল এবং হামলায় তাদের ২ সেনা মারা গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর নয়া পরিসংখ্যানে স্বীকার করা হয়েছে যে গাজা যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত তাদের ৪৯১ সেনা নিহত হয়েছে। স্থল অভিযানে এ পর্যন্ত মারা গেছে ১৫৮ সেনা।

ইসরাইলি সেনাবাহিনী এর আগেও তাদের ভুল হামলায় নিজেদের ৩ বন্দি নিহত হয়েছে বলে খবর দিয়েছিল।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।