‘আরুরির হত্যাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না’
লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ: সাইয়্যেদ নাসরুল্লাহ
লেবানননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের মাটিতে হামাস নেতা সালেহ আল-আরুরিকে যারা হত্যা করেছে তারা শাস্তি পাবে। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় আরুরি শহীদ হন। এরপর বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
ভাষণে তিনি সালেহ আল-আরুরি ও তার পাঁচ সহকর্মীর পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। আরুরিকে একজন ‘ভাই’ ও একজন ‘মহান কমান্ডার’ উল্লেখ করে তিনি এই হামাস নেতার হত্যাকাণ্ডকে লেবাননের ভূমিতে ইহুদিবাদী ইসরাইলের ‘নির্লজ্জ হামলা’ বলে বর্ণনা করেন।
হিজবুল্লাহ নেতা বলেন, সালেহ আল-আরুরির হত্যাকারীদের শাস্তি দেয়া হবে। তিনি সুস্পষ্টভাবে বলেন “এই বিপজ্জনক অপরাধের হোতারা বিনা জবাবে ও বিনা শাস্তিতে পার পাবে না।”
বৈরুতের দক্ষিণে দাহিয়ে এলাকাটি হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত এবং সালেহ আল-আরুরি হিজবুল্লাহর নিরাপত্তা বলয়ে থাকা অবস্থায় ইসরাইলি হামলার শিকার হন। হিজবুল্লাহ নেতা এ সম্পর্কে বলেন, ২০০৬ সালের যুদ্ধের পর ইসরাইল এর আগে আর কখনও ওই এলাকায় হামলা করার সাহস দেখায়নি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজা যুদ্ধের অজুহাতে লেবাননের মাটিতে সরাসরি যেকোনো হামলার কঠোর শাস্তি দেয়া হবে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “শত্রু যদি লেবাননের ভূমিতে যুদ্ধ করতে চায় তাহলে আমরা কোনো নিয়মনীতির তোয়াক্কা করব না। সেক্ষেত্রে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।”
ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে গোলাগুলি বিনিময় হলেও এখন পর্যন্ত ইসরাইলের সঙ্গে বড় ধরনের সংঘাতে যাওয়া থেকে বিরত রয়েছে হিজবুল্লাহ। তেলাকে গাজা আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য হিজবুল্লাহ নিয়মিত ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ করে যাচ্ছে।
সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরাইলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও তারা এ সংক্রান্ত তথ্য গোপন করছে। গাজা আগ্রাসন থেকে আমেরিকা ও ইসরাইল কোনো কিছুই অর্জন করতে পারবে না বলেও তিনি সতর্ক করে দেন।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।