গাজায় ‘অসহনীয় দুর্ভোগ’ সম্পর্কে আবারো জাতিসংঘের হুঁশিয়ারি 
(last modified Thu, 04 Jan 2024 08:09:55 GMT )
জানুয়ারি ০৪, ২০২৪ ১৪:০৯ Asia/Dhaka
  • ফিলিপ লাজারিনি
    ফিলিপ লাজারিনি

ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গাজার অসহনীয় পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপকভিত্তিক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় যেমন রক্তপাত হচ্ছে, তেমনি সেখানে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। গাজায় এখন সাধারণ জীবনযাপন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

জাতিসংঘের এ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজাবাসীর দুর্ভোগ সম্পূর্ণভাবে অসহনীয় পর্যায়ে চলে গেছে। সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফিলিপ লাজারিনি তার ওই পোস্টে আরো বলেন, গত তিন মাসের যুদ্ধে গাজায় লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে, বহু সংখ্যক মানুষের জীবনহানি ঘটেছে এবং আহত হয়েছে তার চেয়ে অনেক বেশি মানুষ, ব্যাপক ভিত্তিক ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে। সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বাধা বিঘ্নহীনভাবে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে যা থামানোর কেউ নেই।

এর আগেও গাজা উপত্যকায় ব্যাপকভাবে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এখন এই সংস্থা বলছে, ইসরাইলের ৯০ দিনের আগ্রাসনে সেখানকার অবস্থা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে।

ফিলিপ লাজারিনি আরো বলেন, “রাফাহর উপচে পড়া রাস্তাগুলো রোগের উদ্বেগজনক বিস্তারের সাক্ষী। দুর্ভিক্ষ এগিয়ে আসছে, কোনোকিছুতেই লেকাজনের সাধারণ প্রবেশাধিকার নেই। এ অবস্থায় মানবিক যুদ্ধবিরতি ও জরুরি সাহায্য প্রদান এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অবসান ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।