তেল আবিবের কাছে সম্মিলিত পাল্টা হামলা ইসরাইলি গণহত্যার স্বাভাবিক জবাব: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i133372
তেল আবিবের কাছে ফিলিস্তিনিদের সম্মিলিত প্রতিশোধমূলক হামলার প্রশংসা করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব এটি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৪ ০৯:৪৬ Asia/Dhaka
  • তেল আবিবের কাছে সম্মিলিত পাল্টা হামলা ইসরাইলি গণহত্যার স্বাভাবিক জবাব: হামাস

তেল আবিবের কাছে ফিলিস্তিনিদের সম্মিলিত প্রতিশোধমূলক হামলার প্রশংসা করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব এটি।

গতকাল (সোমবার) তেল আবিবের কাছে রা’নানা শহরে ফিলিস্তিনিদের সম্মিলিত হামলায় দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত এবং ২০ জন আহত হয়েছে। কয়েকজন ফিলিস্তিনি ছুরি দিয়ে হামলা চালালে এবং গাড়ি চাপা দিলে এসব ইহুদিবাদী হতাহত হয়।
সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক বিবৃতিতে হামাস এই হামলার কথা নিশ্চিত করে বলেছে, গাজা এবং পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে আমাদের বীর দৃঢ়চেতা ফিলিস্তিনি জনগণ এ হামলা চালিয়েছে। হামাস আরো বলেছে, ইসরাইলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এই নাৎসিবাদীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসআইবি/১৬