ইসরাইলের যুদ্ধের লক্ষ্য অধরা, হামাস এখনো পূর্ণশক্তিতে সক্রিয়
https://parstoday.ir/bn/news/west_asia-i133606-ইসরাইলের_যুদ্ধের_লক্ষ্য_অধরা_হামাস_এখনো_পূর্ণশক্তিতে_সক্রিয়
আমেরিকার কয়েকটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে হামাসের যত যোদ্ধা নিহত হয়েছে তাতে ইসরাইলের ঘোষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। ইসরাইল প্রথম থেকেই বলে আসছে, তারা হামাসকে নির্মূল এবং গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ১৮:৪৪ Asia/Dhaka
  •  ইসরাইলের যুদ্ধের লক্ষ্য অধরা, হামাস এখনো পূর্ণশক্তিতে সক্রিয়

আমেরিকার কয়েকটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে হামাসের যত যোদ্ধা নিহত হয়েছে তাতে ইসরাইলের ঘোষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। ইসরাইল প্রথম থেকেই বলে আসছে, তারা হামাসকে নির্মূল এবং গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক মাসে ইসরাইল চলমান যুদ্ধের মধ্য দিয়ে হামাসের ২০ থেকে ৩০ ভাগ সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে। গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল।

রিপোর্টে বলা হয়েছে, হামাসের হাতে এখনো পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ ও অস্ত্র রয়েছে যা দিয়ে কয়েক মাস ধরে তারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। এছাড়া হামাস গাজা শহরের কিছু অংশে পুলিশ বাহিনী পুনর্গঠনের চেষ্টা করছে।”

ইসরাইলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে, গাজায় আক্রমণাত্মক বিমান ও স্থল অভিযানে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা সত্ত্বেও তারা হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জন করতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।