প্রচণ্ড চাপের মধ্যে নেতানিয়াহু
ইসরাইলি সংসদীয় কমিটির বৈঠকে বন্দী পরিবারগুলোর হানা; হৈ-হট্টগোল, ঝগড়া
ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের অর্থ বিষয়ক কমিটির বৈঠকে ঢুকে বন্দী পরিবারগুলোর সদস্যরা প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি ও হৈ-হট্টগোল করেছেন। গতকাল (সোমবার) অন্তত ২০ সদস্যের একটি দল এই ঘটনা ঘটান।
এ সময় তারা গাজায় প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদের যোদ্ধাদের হাতে আটক বন্দীদের দ্রুত ফিরিয়ে আনা এবং গাজা যুদ্ধ বন্ধ করার দাবি জানান। গত ৭ অক্টোবর হামাসসহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর অভিযানের সময় এসব ইসরাইলি আটক হন।
অর্থ কমিটির বৈঠকের মাঝে যখন বন্দীদের ফিরিয়ে আনা ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে চিৎকার চেঁচামেচি চলছিল তখন একজন নারী তার পরিবারের তিন বন্দীর ছবি দেখিয়ে বলেন, এদের মধ্যে অন্তত একজনকে জীবিত ফেরত আনুন। অন্যরা কালো টি-শার্ট পরে বিক্ষোভ করতে থাকেন। ওই টি-শার্টে লেখা ছিল, “আমাদের স্বজনরা যখন গাজায় মৃত্যুপথে তখন আপনারা এখানে বসে থাকতে পারেন না। তাদেরকে এখনই মুক্ত করার ব্যবস্থা করুন।”

এদিকে, গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমুদ্র তীরবর্তী বাড়ির সামনে একদল ইসরাইলি জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তারাও বন্দীদের দ্রুত ফিরিয়ে দাবি জানান।
এর একদিন আগে, বন্দীদের ফিরিয়ে আনা দাবিতে তেল আবিবসহ তিনটি শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিব ও জেরুজালেম শহরে বড় ধরনের বিক্ষোভ মিছিল হয়।
গাজার যুদ্ধ বন্ধ এবং বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়ে এলেও নেতানিয়াহু তাতে কর্ণপাত করছেন না। এর প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে ইসরাইলের মানুষ এখন সরব হয়ে উঠেছেন। গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব, সেনা কর্মকর্তা এবং সাধারণ মানুষের ভেতরে ত্রিমুখী দ্বন্দ্ব চলছে।#
পার্সটুডে/এসআইবি/এমএ্আর/২৩