গাজায় হামাসের হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i133654
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরপিজি হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম একটি হামলায় একদিনে এত বেশিসংখ্যক দখলদার সেনা নিহত হলো।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৪ ১২:৩৪ Asia/Dhaka
  • ছবি: টাইমস অব ইসরাইল
    ছবি: টাইমস অব ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আরপিজি হামলায় একদিনে ২১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম একটি হামলায় একদিনে এত বেশিসংখ্যক দখলদার সেনা নিহত হলো।

দখলদার বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, গতকাল সোমবার গাজা কেন্দ্রীয় অঞ্চলে ইসরাইলি সেনারা দুটি ভবন ধসিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক বসানোর কাজ করছিল। এ সময় হামাস যোদ্ধারা রকেটচালিত একটি গ্রেনেড দিয়ে নিকটবর্তী একটি ট্যাংকে আঘাত হানে। ফলে আশপাশে থাকা বিস্ফোরকে আগুন ধরে যায় এবং সেনারা সেখান থেকে সরে যাওয়ার আগেই ভবন দুটি তাদের ওপর ধসে পড়ে। একসঙ্গে গ্রেনেড আর বিস্ফোরকের বিস্ফোরণে ভবন ধসে পড়ে। এতে ২১ সেনা নিহত হয়।

এদিকে, ইসরাইলি পণমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, সেনাবাহিনী যে সংখ্যা জানিয়েছে, নিহত সেনার সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে।

গাজায় গত ২৭ অক্টোবর থেকে স্থল হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলে ২১৯ সেনা নিহত হয়েছে বলে এক মুখপাত্র জানিয়েছেন। তবে হামাস মনে করছে, ইসরাইল হতাহতের সংখ্যা গোপন করছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।