গাজায় আরো এক রিজার্ভ সেনা নিহত
ইসরাইলি নিহত সেনার সংখ্যা ২২০, খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই
-
ইসরাইলি সেনা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ২২০ জন ইসরাইলি সেনা নিহত হলো। নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইয়েগের।
গাজার দক্ষিণে ইসরাইলের এ সেনা নিহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে, তবে কোথায় মারা গেছে তা সুনির্দিষ্ট করে বলেনি। গাজার খান ইউনুস শহরে দখলদার সেনা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
অবশ্য, ইসরাইলের প্রকাশিত এই সংখ্যার সাথে দ্বিমত করে আসছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাস বলছে, তাদের হাতে এ পর্যন্ত ইসরাইলের প্রকাশিত সংখ্যা চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া, ৭ অক্টোবরের হামলায় ইসরাইলের স্বীকারোক্তি মতে প্রায় ৫০০ সেনা নিহত হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি বছরব্যাপী দীর্ঘ যুদ্ধের প্রতি সমর্থন দেবেন না। ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যম ওয়ালা এ খবর দিয়েছে। গত সপ্তাহে এক টেলিফোন আলাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। সে সময় বাইডেন বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার বিষয়ে ইসরাইল কোন কৌশল অনুসরণ করছে তিনি তা বুঝতে পারছেন না। যুদ্ধের পর নেতানিয়াহুর কী পরিকল্পনা রয়েছে সে ব্যাপারেও তিনি জবাব চেয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।