বাগদাদে মার্কিন ড্রোন হামলা; কাতাইব হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৩
(last modified Thu, 08 Feb 2024 08:39:40 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৪:৩৯ Asia/Dhaka
  • বাগদাদে মার্কিন ড্রোন হামলা; কাতাইব হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৩

ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালিয়েছে এবং এতে ইরাকের প্রতিরোধকারী সংগঠন কাতাইব হিজবুল্লাহর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে দাবি করেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনাদের ওপর হামলা এবং হত্যার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, কাতাইব হিজবুল্লাহর এই কমান্ডার মার্কিন সেনাদের ওপর হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন।

কাতাইব হিজবুল্লাহর নিহত এই কমান্ডারের নাম আবু বাকর আল সাদি। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি গাড়ি লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পপুলার মোবিলাইজেশন ইউনিটের সদস্য সংগঠন এই কাতাইব হিজবুল্লাহ। 

লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসামা হামদান গতকালের ড্রোন হামলার প্রতিক্রিয়া জানিয়ে একে ইরাকের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন।

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ইরাক এবং সিরিয়ার অন্তত ৮৫টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এসব হামলায় ১২৫টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন সেনারা। ওয়াশিংটন ওই বিমান হামলাকে প্রতিশোধের শুরু বলে উল্লেখ করেছে। বিমান হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছিল কাতাইব হিজবুল্লাহ।# 

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ