কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদ্বেগ; দ্রুত যুদ্ধবিরতির আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i134544-কানাডা_অস্ট্রেলিয়া_নিউজিল্যান্ডের_উদ্বেগ_দ্রুত_যুদ্ধবিরতির_আহ্বান
অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৯:১৫ Asia/Dhaka
  • কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদ্বেগ; দ্রুত যুদ্ধবিরতির আহ্বান

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তিন প্রধানমন্ত্রী বলেছেন, মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা উচিত ইসরাইলের। হামাসকে পরাজিত করার জন্য তারা যে হামলা চালাচ্ছে তার মূল্য যেন গাজার সাধারণ মানুষকে দিতে না হয়- তা নিশ্চিত করতে হবে।

গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ইসরাইলের যুদ্ধ শুরুর পর প্রথমে উত্তর গাজায় আগ্রাসন চালায় ইসরাইলি সেনারা। সেসময় উত্তর গাজার লোকজনকে দক্ষিণ গাজায় সরে যাবার কথা বলে ইসরাইল। পরে দক্ষিণ গাজায় আগ্রাসন চালালে অসহায় ফিলিস্তিনিরা রাফাহ শহরে আশ্রয় নেন। কিন্তু ইসরাইল এখন সেখানে আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। তবে কোনো কথা কানে তুলছে না ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ২৮ হাজার ৫৭৬ জন মানুষকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন কমপক্ষে ৬৮ হাজার ২৯৭ জন। মুসলিম বিশ্ব এবং বিশ্ববাসীর চোখের সামনে যা ইচ্ছে তাই করে যাচ্ছে ইসরাইল। তারা নগ্নভাবে মারণাস্ত্র ব্যবহার করছে সাধারণ গাজাবাসীর ওপর। বিশ্ববাসী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। বড় বড় নেতারা শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছেন। কিন্তু ইসরাইলের উন্মত্ততা কিছুতেই কমছে না। উল্টো তারা দম্ভ দেখিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।