ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:১০ Asia/Dhaka
  • খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে স্বজনহারা কয়েকজন ফিলিস্তিনি নারী
    খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে স্বজনহারা কয়েকজন ফিলিস্তিনি নারী

অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েরা ইসরাইলি সেনাদের যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার হামাস ওই আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক ফৌজদারি আইনে গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসীবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তার সঙ্গে আরো একটি অপরাধ যুক্ত হলো।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নারীদের নির্বিচারে আটক করার সময় নির্যাতন, নিপীড়ন, শ্লীলতাহানী এবং বন্দি শিবিরে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় অপমান ও ধর্ষণ করার হুমকি প্রদান করে দখলদার ইসরাইলি সেনারা যে জঘন্য অপরাধ করছে তার অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসরাইলি সেনাদের এই অপরাধযজ্ঞের জন্য তাদের নেতাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২১

 

 

ট্যাগ