সংকটের পর সংকট: গাজা যুদ্ধের কারণে বাজেট ঘাটতি তীব্র
-
ইসরাইলে বাজেট ঘাটতি
পার্সটুডে- ইহুদিবাদী ইসরাইলের ইংরেজি দৈনিক 'হারেৎজ' জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে ইসরাইলে তীব্র বাজেট ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২৫ বিলিয়ন শেকেল।
দখলদার ইসরাইলের মুদ্রার নাম শেকেল। প্রায় সাড়ে তিন শেকেল এক ডলারের সমান।
পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি পত্রিকা হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে এই বছরের বাজেট যেসব অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেগুলো এখন কাজ করছে না এবং বাজেট ঘাটতির কারণে সারা দেশে কর বৃদ্ধির পাশাপাশি সামাজিক পরিষেবা হ্রাস এবং রাজস্ব ঘাটতি বৃদ্ধি পেতে পারে।
হারেৎজ আরও লিখেছে, বাজেট ঘাটতির কারণ হলো রিজার্ভ বাহিনী তলব, বাধ্যতামূলক সরকারি সেবার মেয়াদ বৃদ্ধি এবং গোলাবারুদ ক্রয়।
গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে দখলদার ইসরাইলের বাজেট ঘাটতি হাজার হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।