ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসি'র আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i134976
ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি'র মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • হোসাইন ইব্রাহিম তাহা
    হোসাইন ইব্রাহিম তাহা

ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি'র মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। 

গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধাপরাধ ও গণহত্যার ঝুঁকি বেড়ে চলেছে। এ অবস্থায় ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি।

এছাড়া, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ওআইসি'র প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধের আইনি দিক নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচ্য সূচিতে থাকা উচিত।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি) গতকাল সোমবার ফিলিস্তিন জবরদখলের আইনি প্রভাব সম্পর্কে এক সপ্তাহের শুনানির সমাপ্তি ঘোষণা করেছে। বিশ্বের ৫২টি দেশ ঐ শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। এসব দেশ ইসরাইলের দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়েছে।# 

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।