ইয়েমেন পরিস্থিতি:
ইয়েমেনে আবারও ইঙ্গো-মার্কিন বিমান হামলা
আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসী জঙ্গিবিমানগুলো আবারও পশ্চিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে বোমাবর্ষণ করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় অন্তত দুই দফা ইয়েমেনে বোমাবর্ষণ করেছে।
পশ্চিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশের উত্তরে অবস্থিত "রাস ইসা" এলাকার ওপর ওই বোমাবর্ষণ করে। একইসঙ্গে ইঙ্গো-মার্কিন জঙ্গিবিমানগুলো হোদাইদাহ প্রদেশের আদদারিহমি এবং আলকাভিজি এলাকার ওপরও দুই দফা হামলা চালায়।
ইয়েমেনের সেনাবাহিনী গত কয়েক সপ্তায় লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ বা ইসরাইল অভিমুখি জাহাজকে লক্ষ্য করে হামলা করার পর আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালায়। ফিলিস্তিনি জাতির ইসরাইল বিরোধী প্রতিরোধের সমর্থনে ইয়েমেনের সেনাবাহিনী ওই হামলা চালিয়েছিল।
ইয়েমেনের সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত গণহত্যাকারী ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় তাদের আক্রমণ বন্ধ না করবে ততক্ষণ তারা ইসরাইলি এবং ইসরাইল অভিমুখি জাহাজের ওপর হামলা চালিয়ে যাবে।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।