‘লেবাননে হামলা হলে ২০০৬ সালের যুদ্ধের নতুন ভার্সন শুরু হবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i135202-লেবাননে_হামলা_হলে_২০০৬_সালের_যুদ্ধের_নতুন_ভার্সন_শুরু_হবে’
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন,  তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইল যদি হামলা চালায় তাহলে ২০০৬ সালে যে যুদ্ধ হয়েছিল তার নতুন ভার্সন শুরু হবে। ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল লজ্জাজনক পর্যায়ের মুখে পড়ে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৪ ২০:৪২ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন,  তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইল যদি হামলা চালায় তাহলে ২০০৬ সালে যে যুদ্ধ হয়েছিল তার নতুন ভার্সন শুরু হবে। ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল লজ্জাজনক পর্যায়ের মুখে পড়ে।

হিজবুল্লাহর উপপ্রধান গতকাল (রোববার) রাজধানী বৈরুতে এক আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় বলেন, “ইহুদিবাদী শত্রুরা আমাদেরকে অব্যাহতভাবে সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে যাচ্ছে এবং আমরাও দৃঢ়তার সাথে প্রতিরোধমূলক জবাব দিচ্ছি। কিন্তু আমরা এখানে ঘোষণা করতে চাই যে, যদি তারা বোকামি পূর্ণ কাজ করে এবং আমাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তারা ২০০৬ সালের যুদ্ধের নতুন ভার্সনের মুখোমুখি হবে।”

শেখ নাঈম কাসেম বলেন, এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ এবং চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত হয়েছেন সম্মানিত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানাতে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত দুর্ভোগ দুর্দশা এবং নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও চূড়ান্তভাবে প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবেন এবং তারা লক্ষ্যপানে এগিয়ে যাবেন।

গত সাত অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তা গত ৭৫ বছরের দখলদারিত্ব, হত্যা, নির্যাতন এবং নিপীড়নের স্বাভাবিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন শেখ নাঈম কাশেম।

তিনি বলেন, ইসরাইলি আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধারা  ইহুদিবাদীদের বিরুদ্ধে যে হামলা চালিয়ে যাচ্ছে তা মূলত ফিলিস্তিনি জনগণের প্রতি মানবিক ও ধর্মীয় দায়িত্ব থেকে চালাচ্ছে।

সম্মেলনে হামাস প্রতিনিধি ওসামা হামদান বলেন, “ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণকে দুর্ভিক্ষে ফেলার যে নীতি গ্রহণ করেছে তাকে ব্যর্থ করে দেয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর অবশ্যই পালনীয় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে তাদের উচিত ইসরাইল-বিরোধী বাহিনী গঠন করা। আমাদের জনগণ ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে গত ১৫০ দিন ধরে কঠোর প্রতিশ্রুতি নিয়ে শক্তভাবে দাঁড়িয়েছে। ইসরাইল যখন ফিলিস্তিনি ইস্যু এবং প্রতিরোধ ফ্রন্টকে মুছে দেয়ার চেষ্টা করেছে তখন তারা গাজা থেকে ইসরাইলের ভেতরে অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালনা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।