হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরাইলের অবস্থানে আরো রকেট ও ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i135458-হিজবুল্লাহর_প্রতিরোধ_অব্যাহত_ইসরাইলের_অবস্থানে_আরো_রকেট_ও_ড্রোন_হামলা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১১, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরাইলের অবস্থানে আরো রকেট ও ড্রোন হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। 

গতকাল (রোববার) ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে বর্বর আগ্রাসন চালিয়ে পাঁচ লেবাননি নাগরিককে হত্যা করার পর হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত ভূখণ্ডের মেরোন ইহুদি বসতিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া, ইসরাইলের আরার ব্যারাকে থাকা কামান, মর্টার ও ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর লেবাননের যোদ্ধারা ড্রোন হামলা চালিয়েছে।

গতকাল দিনের শুরুর দিকে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের খিরবেত সেল্ম গ্রামে আগ্রাসন চালিয়ে লেবাননের পাঁচ নাগরিককে হত্যা করে। বিমান হামলায় আরো অন্তত ৯ জন আহত হয়।

হিজবুল্লাহ যোদ্ধারা এক বিবৃতিতে বলেছে, তাদের দেশের ভেতরে ইসরাইলের আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বরতার প্রতিশোধ নিতে এসব হামলা চালিয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে মেরোন ইহুদি বসতি লক্ষ্য করে ৩৭ রকেট ছোঁড়া হয় যার মধ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা সাতটি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।