ইসরাইল ও আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালাল প্রতিরোধকামী ফ্রন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i135826-ইসরাইল_ও_আমেরিকার_সামরিক_অবস্থানে_সফল_হামলা_চালাল_প্রতিরোধকামী_ফ্রন্ট
ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ ফ্রন্ট দখলদার ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থকদের ওপর সফল হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২০, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • ইসরাইল ও আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালাল প্রতিরোধকামী ফ্রন্ট

ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ ফ্রন্ট দখলদার ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থকদের ওপর সফল হামলা চালিয়েছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে  ড্রোন ব্যবহার করে তারা ইসরাইলের বেন-গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে।

এছাড়া হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীও দখলকৃত বন্দর ‘ইলাতে’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ‘মাডো’ নামের একটি মার্কিন জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে।

লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা পরপর পাঁচটি অভিযানে রকেট ও মর্টার দিয়ে বেশ কয়েকটি ইসরাইলি শত্রু ঘাঁটি ধ্বংস করেছে।

২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে।

অন্যদিকে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন এবং লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য প্রতিরোধকামী দলগুলা ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরাইলের কাছ থেকে এসব অপরাধযজ্ঞের জন্য কড়াগণ্ডায় মূল্য আদায় করবে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭২ হাজারেরও বেশি আহত হয়েছে।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।#

 

পার্সটুডে/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।