‘রাফাহ শহরের ওপর হামলার পরিকল্পনা পুরো আরব বিশ্বকে ঝুঁকির মুখে ফেলেছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i136318-রাফাহ_শহরের_ওপর_হামলার_পরিকল্পনা_পুরো_আরব_বিশ্বকে_ঝুঁকির_মুখে_ফেলেছে’
আরব লীগের কাউন্সিল ঘোষণা করেছে, মিশর সীমান্তবর্তী ফিলিস্তিনের রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর যে পরিকল্পনা নিয়েছে তা পুরো আরব জাতীয় নিরাপত্তার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শরণার্থী-ভর্তি শহরটিতে আক্রমণ করার অঙ্গীকার করে আসছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৪, ২০২৪ ১৭:৪৩ Asia/Dhaka
  • ‘রাফাহ শহরের ওপর হামলার পরিকল্পনা পুরো আরব বিশ্বকে ঝুঁকির মুখে ফেলেছে’

আরব লীগের কাউন্সিল ঘোষণা করেছে, মিশর সীমান্তবর্তী ফিলিস্তিনের রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর যে পরিকল্পনা নিয়েছে তা পুরো আরব জাতীয় নিরাপত্তার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শরণার্থী-ভর্তি শহরটিতে আক্রমণ করার অঙ্গীকার করে আসছেন। 

সৌদি গণমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, বুধবার কায়রোয় ২২ জাতির এ সংস্থার বিশেষ জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বৈঠক থেকে ঘোষণা করা  হয়েছে যে, রাফাহ আক্রমণ শান্তির সম্ভাবনার মৃত্যু ঘটাবে এবং সংঘাতের বিস্তার ঘটাবে। 

ইসরাইলের "গণহত্যা এবং দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতির নীতি" এবং পবিত্র রমজান মাসে গাজায় সামরিক অভিযান বন্ধ করার দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাস  হওয়া প্রস্তাব মানতে অস্বীকার করার জন্য ফিলিস্তিন এই বৈঠক অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছেন যে, তিনি রাফাহ শহরে আগ্রাসন চালানোর জন্য একটি "আক্রমণ পরিকল্পনা" অনুমোদন করেছেন। তিনি বলছেন, রাফা শহরে প্রবেশ এবং হামাস যোদ্ধাদের নির্মূল না করা পর্যন্ত কোনো বিজয় নেই।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৪