হামাসকে ইসরাইলি যুদ্ধমন্ত্রীর হুমকি
https://parstoday.ir/bn/news/event-i153210-হামাসকে_ইসরাইলি_যুদ্ধমন্ত্রীর_হুমকি
পার্সটুডে- দক্ষিণ গাজা উপত্যকায় রাফাহ দুর্ঘটনার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি যুদ্ধমন্ত্রী হামাসকে হুমকি দিয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৯, ২০২৫ ২০:২০ Asia/Dhaka
  • হামাসকে ইসরাইলি যুদ্ধমন্ত্রীর হুমকি
    হামাসকে ইসরাইলি যুদ্ধমন্ত্রীর হুমকি

পার্সটুডে- দক্ষিণ গাজা উপত্যকায় রাফাহ দুর্ঘটনার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি যুদ্ধমন্ত্রী হামাসকে হুমকি দিয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা "সামা" জানিয়েছে, ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইস্রায়েল কাতসহামাস আন্দোলনকে হুমকি দিয়ে বলেছেন: আমরা সেনাবাহিনীকে গাজায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

হুমকি অব্যাহত রেখে তিনি আরও বলেন: আজ হামাসকে সুস্পষ্ট করে বলা হবে যে ইসরাইলি সেনাবাহিনী তার সৈন্যদের সহায়তা করতে এবং তাদের যে কোনও ক্ষতি প্রতিরোধ করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন: হামাসকে যে-কোনো গুলিবর্ষণ কিংবা যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে। যদি তারা এই বার্তাটি না বোঝে, তাহলে আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর এবং শক্তিশালী হবে।

এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন: চুক্তির দ্বিতীয় পর্যায়ে গাজা এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত থাকবে এবং যদি এটি সফল হয় তবে যুদ্ধ শেষ হবে।

ইসরাইলি গণমাধ্যমগুলো আজ জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের সময় একটি খননকারী যন্ত্রের কাছে বড় রকমের বিস্ফোরণ ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে হামাস এবং আল-কাসসাম ব্রিগেড বিস্ফোরণ ঘটানোর জন্য একটি ট্যাঙ্ক-বিধ্বংসী রকেট নিক্ষেপ করেছে। এই দাবির প্রতিক্রিয়ায়, আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে সমস্ত চুক্তি বিশেষ করে গাজা উপত্যকা জুড়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতি তাদের পূর্ণ প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে।

রাফাহ এলাকায় সংঘর্ষের কথা উল্লেখ করে আল-কাসসাম ব্রিগেড আরও বলেছে, "রাফাহ এলাকায় কোন ঘটনা বা সংঘর্ষ সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই।"

আল-কাসসাম এই তথ্যের অভাবের কারণ হিসেবে বর্ণনা করেছেন, এই বছরের মার্চ মাসে (মার্চের শেষের দিকে) গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা "রেড জোন" এবং সেইসব এলাকায় অবশিষ্ট প্রতিরোধ বাহিনীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।