‘তোমরা গাজা উপত্যকার অলি-গলিতে পুড়ে মরবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i136450-তোমরা_গাজা_উপত্যকার_অলি_গলিতে_পুড়ে_মরবে’
দক্ষিণ গাজা থেকে দখলদার বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে এই বাহিনীকে আবার মোতায়েন করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • ‘তোমরা গাজা উপত্যকার অলি-গলিতে পুড়ে মরবে’

দক্ষিণ গাজা থেকে দখলদার বাহিনীর আংশিক প্রত্যাহারের পর সেখানে এই বাহিনীকে আবার মোতায়েন করার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে কঠোরভাবে সতর্ক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড। 

গতকাল (রোববার) তেল আবিবকে পাঠানো এক বার্তায় আল-কাসাম ব্রিগেড এ সতর্কতা জারি করেছে। সংগঠনটি এক কড়া বার্তায় বলেছে, "তোমরা গাজার রাস্তায় প্রবেশ করতে পার, কিন্তু, আমাদের সাহসী যোদ্ধাদের দৃঢ় সংকল্পের কারণে তোমরা যখনই প্রবেশ করবে তখনই তোমরা এর গলিতে জ্বলে মরবে।" 

কাসসাম ব্রিগেড এর আগে দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের ঘটনা তেল আবিবের ব্যর্থতার সাক্ষ্য বহন করছে। 

গতকাল (রোববার) ইসরাইলের তিনটি সেনা ব্রিগেড দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর ত্যাগ করেছে তবে অন্য একটি ব্রিগেড সেখানে মোতায়েন রয়েছে। ইসরাইল দাবি করছে, যেসব এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করছে সেখানে হামাস যোদ্ধাদের ধ্বংস করা হয়েছে। তবে আল-কাসাম ব্রিগেড ইসরাইলের এই দাবি খারিজ করে দিয়েছে।#

 পার্সটুডে/এসআইবি/৮