তাজা খবর :
দক্ষিণ-পশ্চিম গাজায় ইসরায়েলি ট্যাংক ধ্বংস করল কাস্সাম বিগ্রেড
পার্স-টুডে: হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড গতকাল বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে যাতে গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে তেল আল-হাওয়া এলাকায় একটি ইসরায়েলি মিরকাওয়া ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালানোর দৃশ্য দেখানো হয়েছে।
ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, ইয়াসিন-১০৫-নামের রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে আক্রমণটি চালানো হয়েছিল।
৭ অক্টোবর, ২০২৩ তারিখে গাজায় ইসরায়েলি দখলদার সরকারের আক্রমণ শুরু হওয়ার পর থেকে, কাস্সাম ব্রিগেডের নেতৃত্বে প্রতিরোধ বাহিনী সম্ভাব্য সকল উপায় ব্যবহার করে ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, যার ফলে ইহুদি শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।