পদত্যাগ করলেন ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i136890-পদত্যাগ_করলেন_ইসরাইলের_সামরিক_গোয়েন্দা_সংস্থার_প্রধান
ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। এ ঘটনায় তিনি সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম পদত্যাগ করলেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২২, ২০২৪ ১৭:২৭ Asia/Dhaka
  • পদত্যাগ করলেন ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান

ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। এ ঘটনায় তিনি সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা যিনি প্রথম পদত্যাগ করলেন। 

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি বলছে, জেনারেল হালিভার এই পদত্যাগের পর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের আরো অনেকেই পদত্যাগ করতে পারেন।

৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরাইলের ভেতরে প্রায় ১২শ ব্যক্তি নিহত হয় যার ভেতরে বহু সংখ্যক সেনা কর্মকর্তা রয়েছে। হামাস যোদ্ধারা অনেকটা বিনা বাধায় কয়েক ঘন্টাব্যাপী ওই অভিযান পরিচালনা করে এবং অন্তত আড়াইশো ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। হামাসের অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে যা সাত মাসেও শেষ হয়নি।

হালিভা তার পদত্যাগপত্রে লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল আমার নির্দেশে আমার অধীনস্তরা তা পালন করেনি। সেই কালো দিনটিকে আমি দিনের পর দিন, রাতের পর রাত বহন করে চলেছি। আমি চিরকাল এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব।  

জেনারেল হালিভার এই পদত্যাগপত্র ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশ করেছে। এর আগে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর কিছুক্ষণ পরে হালিভা প্রকাশ্যে বলেছিলেন যে, সরকার এবং সামরিক বাহিনীকে গোয়েন্দা সতর্কতা ও দৈনিক সতর্কতা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক বিভাগের প্রধান হিসেবে আক্রমণ প্রতিরোধ না করার জন্য তিনি নিজেই দোষী।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি সামরিক গোয়েন্দা প্রধানের জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন।# 

 পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২২