ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অনুমতি কাউকে দেবে না ইরাক: সুদানি
(last modified Tue, 23 Apr 2024 04:35:12 GMT )
এপ্রিল ২৩, ২০২৪ ১০:৩৫ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট (বামে)
    তুর্কি প্রেসিডেন্ট (বামে)

ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানি বাগদাদ সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে বলেছেন, তার দেশ নিজের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অনুমতি কাউকে দেবে না। সুদানি এ বক্তব্যের মাধ্যমে মূলত ইরাকের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় তুরস্কের বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।

তিনি গতকাল (সোমবার) বাগদাদে এরদোগানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাক সরকারের এ অবস্থান তুলে ধরেন। ইরাকি প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকার অন্য কোনো দেশে হামলার কাজে ইরাকের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না।

এর আগে সোমবারই এরদোগানোর সঙ্গে এক বৈঠকে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদ তার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান জানাতে তুরস্কের প্রতি আহ্বান জানান।

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের ধারাবাহিক বিমান হামলার জের ধরে বাগদাদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক তিক্ত হয়ে রয়েছে। সম্পর্কের এই অবনতির জের ধরে ২০১১ সাল থেকে এ পর্যন্ত তুর্কি প্রেসিডেন্ট বাগদাদ সফর করেননি। ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো বাগদাদে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে ইরাকের প্রতিবাদের কথা জানিয়ে দেয়া হয়।

সুদানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তার দেশ ইরাকের সঙ্গে সম্পর্ক সুপ্রতিবেশীসুলভ শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায়। এ সময় দুই দেশের সরকার প্রধানরা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ওই গণহত্যা বন্ধ করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ