দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ 
(last modified Fri, 26 Apr 2024 10:23:19 GMT )
এপ্রিল ২৬, ২০২৪ ১৬:২৩ Asia/Dhaka
  • দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উত্তর ইসরাইলের আল-জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং ইসরাইলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। 

এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।

এছাড়া, ইসরাইলের আল-মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলেদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবার্ষণ করে। এর পাশাপাশি ইসরাইলের একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরাইলের দুটি সাঁজোয়া যান ধ্বংস হয়। ইসরাইলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। 

হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী  ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।