মে ২৫, ২০২৪ ১৩:০৭ Asia/Dhaka
  • গাজার সমর্থনে ইসরাইলে প্রতিরোধ সংগঠনের হামলা অব্যাহত
    গাজার সমর্থনে ইসরাইলে প্রতিরোধ সংগঠনের হামলা অব্যাহত

ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসির জানাজা ও দাফন অনুষ্ঠানে মানুষের বিপুল উপস্থিতির খবর সারাবিশ্বেই ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে। একই সময়ে ইরান তথা পশ্চিম এশিয়া সংক্রান্ত আরও কিছু খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। 

গত বৃহস্পতিবার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শেষবিদায় ও দাফন অনুষ্ঠান, বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। লেবাননের আল-মানার টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সময় বলেছে, মাশহাদের পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও বহু ইরানি দাফন অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছেন। টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে বলেছে, শহীদ রায়িসি ছিলেন জনগণের সেবক, বিজ্ঞ আলেম ও জ্ঞানতাপস, মুসলিম বিশ্বে যার শূন্যতা পূরণ হবার নয়। 

আরব বিশ্বের অন্যান্য গণমাধ্যমও গুরুত্বের সঙ্গে প্রেসিডেন্ট রায়িসির শেষবিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্প্রচার করেছে। বাংলাদেশসহ অন্যান্য দেশেও একই চিত্র লক্ষ্য করা গেছে। টিভি চ্যানেলগুলোর পাশাপাশি প্রিন্ট মিডিয়াতে প্রথম পাতায় এ সংক্রান্ত খবর ছাপা হয়েছে। কোনো কোনো টিভি চ্যানেল ও পত্রিকা প্রেসিডেন্ট রায়িসির বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে প্রতিবেদন প্রচার করেছে এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিয়েছে।

ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিলম্ব নয়: বাহরাইনের রাজা

শহীদ প্রেসিডেন্ট রায়িসির খবরের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় বাহরাইনের রাজার আগ্রহের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বৃহস্পতিবার মস্কো সফরকালে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আলে খলিফা  ইরানের সঙ্গে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে বলেন, তেহরান-মানামা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিলম্ব করার কোনো কারণ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইসরাইলের সেনাবাহিনী হামাসকে পরাজিক করতে সক্ষম নয়: ইসরাইলের সাবেক সেনা কর্মকর্তা

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, দখলদার ইসরাইলের সেনাবাহিনীর অভিযোগ সংক্রান্ত বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল আইজ্যাক ব্রিক এক বিবৃতিতে স্বীকার করেছেন, ইহুদিবাদী সেনাবাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারবে না। তাদের এই সক্ষমতা নেই। 

ইসরাইলি নিউজ পোর্টাল ওয়ালা জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বলা হয়েছে, যেকোনো মূল্যে হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। হামাসের সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে অনেক বেশি ছাড় দিয়ে হলেও চুক্তি জরুরি বলে তারা মত দিয়েছেন। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রীসভার সদস্য বেনি গান্তজ ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন।

ইসরাইলের বিভিন্ন অবস্থানে ইরাক ও লেবাননের প্রতিরোধ সংগঠনের হামলা 

গাজায় ইহুদিবাদদের অপরাধযজ্ঞের জবাবে ইরাকের ইসলামি প্রতিরোধকামীরা শুক্রবার সকালে রক্তপিপাসু ইসরাইলের হাইফা বন্দরে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তারা দখলদার ইসরাইলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থানে দু'টি ড্রোনের সাহায্যে আঘাত হানে।

এছাড়া, লেবাননের হিজবুল্লাহ বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছে, তারা দখলদার ইসরাইলের উত্তরে ইয়ারুন শহরে ইসরাইলের সেনা-সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে বড় ধরণের হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতিবাদে প্রথম থেকে হিজবুল্লাহ ইসরাইলের ভেতরে হামলা চালাচ্ছে। অবশ্য দখলদার ইসরাইলি বাহিনীও লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ