ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ঘরবাড়ি ধ্বংস করতে বাধ্য করেছে
(last modified Sat, 29 Jun 2024 10:55:11 GMT )
জুন ২৯, ২০২৪ ১৬:৫৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ঘরবাড়ি ধ্বংস করতে বাধ্য করেছে

পার্সটুডে-ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পরিবারগুলোকে অধিকৃত কুদসে তাদের বাড়িঘর ভেঙে ফেলতে বাধ্য করেছে। ইসরাইলিরা একটি বিজ্ঞপ্তি দিয়ে ফিলিস্তিনিদেরকে বলেছে তারা যেন তাদের বাড়িগুলো নিজেরাই ভেঙে ফেলে।

অন্যথায় ইসরাইল আল-আকসা মসজিদের শহরটিকে ধ্বংস করার কথা বিবেচনা করবে। পার্সটুডে আরও জানিয়েছে, ইসরাইলিরা পুরানো ওই এলাকায় বসবাসকারী ২০০ ফিলিস্তিনি পরিবারকে ওই নোটিশ দিয়েছে।

ইসরাইল অধিকৃত কুদসে ফিলিস্তিনিদেরকে উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না। প্রায় সকল ফিলিস্তিনির অনুরোধ তারা বাতিল করে দিয়েছে। তারা লাইসেন্সবিহীন হওয়ার অজুহাত দিয়ে ফিলিস্তিনিদের হাজার হাজার বাড়ি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে।

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে ১৯৬৭ সাল থেকে শুধুমাত্র জেরুজালেমের পূর্ব অংশেই ইসরাইলি বর্বর বাহিনী ফিলিস্তিনিদের অন্তত ৫ হাজার বাড়ি ধ্বংস করেছে। ফিলিস্তিনিরা ইসরাইলের এই পদক্ষেপকে "শহরকে ইহুদি অধ্যুষিত করার লক্ষ্যে ভীতি প্রদর্শনের নীতির অংশ" বলে মনে করে। কুদস মিউনিসিপ্যালিটি যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে ধ্বংস ফি আদায় করে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ৬ ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পর থেকে কুদস শহরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করার পাশাপাশি ইহিুদিবাদী বসতি গড়ে তোলার ঘটনা বেড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/২৯                       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ