আগস্ট ০৬, ২০২৪ ১০:৫২ Asia/Dhaka
  • ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ; ইসরাইলে ব্যাপক আতঙ্ক

পার্সটুডে- ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের অন্যতম নেতা আলী আল-কাহুম বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরাইলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে।

আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে, ইরানের হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা, পশ্চিমা বিমান পরিবহণ সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করায় প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরাইলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি।ইরানি হামলার আশঙ্কায় ইসরাইলে ব্যাপক আতঙ্ক

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরাইলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। কারণ, ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরাইলি কর্মকর্তারা ইরানকে সে কাজ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

ইসরাইল বিরোধী হামলায় ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি অংশ নেবে

ইসরাইলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ইসরাইলের বিরুদ্ধে অচিরেই একটি সর্বাত্মক হামলা চালাবে যেখানে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এই হামলায় অংশ নেবে।

আলমাই ধারনা করছে, ইরান গত ১৪ এপ্রিল যে হামলা চালিয়েছিল এবারের হামলা হবে তার চেয়ে ভয়ঙ্কর। ওই দিন ইরান তার দামেস্কস্থ কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল।

নেতানিয়াহু: ইরান আমাদেরকে ঘেরাও করে ফেলতে চায়

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নিতে ইরানসহ প্রতিরোধ অক্ষ যে প্রস্তুতি নিচ্ছে তার প্রতি ইঙ্গিত করে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক ভাষণে বলেছেন, ইরান ও তার প্রক্সি সংগঠনগুলো  আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে চায়।

ইরানি হামলার আশঙ্কায় ফ্লাইট বাতিল; দেড় লাখ ইসরাইলি ক্ষতিগ্রস্ত

ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলো থেকে ইসরাইলগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ইসরাইলের বাইরে থাকা প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিপদে পড়েছে। তারা ইসরাইলে ফিরতে চাইলেও ফিরতে পারছে না। চ্যানেল টুয়েলভ আরো জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর অন্তত ১৫টি বিমান পরিবহণ সংস্থা ইসরাইলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের তেল আবিব অভিমুখী ফ্লাইটগুলো বাতিল করে দিয়েছে।

ইয়েমেন: ইসরাইলবিরোধী হামলায় প্রতিরোধ অক্ষ ইরানকে সঙ্গ দেবে

 ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের অন্যতম নেতা আলী আল-কাহুম বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরাইলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে। তিনি বলেন, গত বছরের অক্টোবর মাসে ইহুদিবাদী ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যের যেসব প্রতিরোধ সংগঠন তেল আবিবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে তাদের সবাই ইসরাইলবিরোধী সম্ভাব্য হামলায় ইরানের সঙ্গে থাকবে।

নতুন অভিযান: মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামাল ইয়েমেন

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। এটি বলেছে, তারা ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন এককিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।  তিনি বলেন, এই নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের সাতটি মার্কিন ড্রোন ভূপাতিত করল।  মার্কিন বাহিনী এর আগে দাবি করত, তাদের এমকিউ-৯ ড্রোন কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ